শেরপুরে সামাজিক কবরস্থানের রাস্তার জমি বেদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এছাড়াও কবরস্থানের জন্য গ্রামবাসীর দেয়া ৭০ হাজার টাকাও আত্মসাৎ করেছেন তিনি। এতে ক্ষোভে ফেঁসে ওঠেছেন গ্রামবাসী।
২৭ আগস্ট বুধবার বিকেলে রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। মানববন্ধনে প্রায় দুই হাজার লোকজন অংশ নেন।
ভুক্তভোগীরা জানান, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সামাজিক কবরস্থানে যাতায়াতের রাস্তা বেদখল করে ঘর নির্মাণ করেছেন চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে সামাজিক কবরস্থানের সাধারণ সম্পাদক পদও বাগিয়ে নেন। এরপর সেই কবরস্থানের রাস্তা বেদখল করে পাকা ভবন নির্মাণ করেন। আর সেই কাজে গ্রামবাসী বাঁধা দিতে গেলে তৎকালীন সরকারের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখান। শেখ হাসিনার পতনের পরও মোশাররফ রাস্তা না দিয়ে নানান ফন্দি আঁটছেন। এদিকে গ্রামের লোকজন মারা গেলে, লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন জায়গায় দাফন করছেন।
ভুক্তভোগী গ্রামবাসী আরও জানায়, কবরস্থান কমিটির প্রায় ৭০হাজার টাকাও মেরে দিয়েছেন মোশাররফ। দ্রুত সময়ের মধ্যে কবরস্থানের রাস্তাটি দখলমুক্ত এবং আত্মসাৎ করা অর্থ ফেরত চান স্থানীয়রা।
এদিকে গ্রামবাসীর অভিযোগের বিষয়টি শুনে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, ইউএনও ও এসিল্যান্ডকে বিষয়টি দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন:








