সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জন্মদিনের আগের রাতে শ্বাসনালীতে ওষুধ আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ২০:৩৯

শেয়ার

জন্মদিনের আগের রাতে শ্বাসনালীতে ওষুধ আটকে শিশুর মৃত্যু
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শ্বাসনালীতে ওষুধ রোকসানা খাতুন নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে।

রোকসানা একই গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে। এদিকে বুধবার সকাল ১০টার দিকে জানাযার নামায শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, রোকসানা জ্বরে আক্রান্ত ছিল। মঙ্গলবার স্থানীয় ফার্মেসী থেকে জ্বরের জন্য সিরাপের নেয়ার পরামর্শ দিলেও তার পরিবারের সদস্যরা ট্যাবলেট ক্রয় করে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে ট্যাবলেট খাওয়ানোর সময় শ্বাসনালীকে আটকে যায়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, আজ ২৭ আগস্ট রোকসানার ষষ্ঠ জন্মদিন ছিল। ভাগ্যের নির্মম পরিহাস যে আগের রাতেই তার মৃত্যু হলো। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় হাতে মেহেদি লাগিয়েছিল রোকসানা। কিন্তু রাতেই তার মৃত্যু হলো।

এ প্রসঙ্গে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ঘটনাটি আমি জানিনা। আপনার মাধ্যমে শুনলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জানবো।



banner close
banner close