কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি এসি চুরি হয়। এই চুরির ঘটনায় ওইদিন চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মামলার পর থেকে হাসপাতালে চুরি হওয়া এসি উদ্ধারে সোর্স নিয়োগ করে চকরিয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার পুরাতান মালামাল বিক্রয়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় চুরি হওয়া এসির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আবুল খায়ের, এসআই মো.সোহরাব সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালান। গ্রেপ্তার করা হয় চুরির সাথে অভিযুক্ত দুইজনকে।
তারা হলেন- চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার মো.শহিদুল ইসলাম (২৪) ও পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর বেপারী পাড়া এলাকার মোহাম্মদ রুবেল (৩২)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসি চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এসির বিভিন্ন পার্টস খুলে খুলে বিক্রি করে পুরাতন মালামাল বিক্রয়ের দোকানে। বিক্রিত এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিকালে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








