সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সড়কের অভাবে কাদা পানি মাড়িয়ে স্কুলে যায় শিক্ষাার্থীরা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

সড়কের অভাবে কাদা পানি মাড়িয়ে স্কুলে যায় শিক্ষাার্থীরা
ছবি: বাংলা এডিশন

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জাফরপল্লান পাড়া গ্রামের প্রায় দুইশ পরিবারের জীবন-জীবিকা ও যাতায়াতের একমাত্র ভরসা একটি সরু ও কাঁচা মাটির পথ। বর্ষা এলেই এই পথ কাদা আর পানিতে একাকার হয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, নারী ও অসুস্থ মানুষ সবাইকে প্রতিদিন এই কাদাময় পথ পাড়ি দিয়ে চলাচল করতে হয়।

সরেজমিন দেখা গেছে, কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে কাদায় হেঁটে যাচ্ছে। এক হাতে বই, আরেক হাতে কাপড় সামলানো, কেউবা আবার বৃষ্টিতে ভিজছে পুরোপুরি। শিক্ষকদের মতে, অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র এই কষ্টকর যাতায়াতের কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না, অনেকেই মাঝপথে পড়ালেখা ছেড়ে দেয়।

এই গ্রামে পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ একাধিকবার নেয়া হলেও, রাস্তার একাংশ ব্যক্তিগত মালিকানাধীন জমির ওপর হওয়ায় কাজ এগোয়নি। কেউ কেউ জায়গা দিতে রাজি হলেও, অনেকে রাজি না হওয়ায় অবস্থা অপরিবর্তিত রয়েছে।

স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা তারেক জানান, বর্ষাকালে এ পথে চলা একেবারেই দুঃসাধ্য। বৃষ্টির কারণে কাদা জমে গিয়ে পথ কার্যত অচল হয়ে পড়ে। এতে স্কুল, বাজার কিংবা হাসপাতালে যাওয়া সবকিছুতেই মানুষের ভোগান্তির সীমা থাকে না।

রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা জানান, অভ্যন্তরীণ জমি বিরোধের কারণে এখনো রাস্তা নির্মাণ সম্ভব হয়নি। তবে সমস্যা সমাধান হলে দ্রুত কাজ শুরু করা হবে।

এলজিইডির উখিয়া নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, জায়গা নিয়ে কোনো বিরোধ না থাকলে এলজিইডি রাস্তা উন্নয়নের উদ্যোগ নিতে প্রস্তুত।

এলাকার মানুষের একটাই দাবি একটি পাকা ও টেকসই রাস্তা, যা তাদের জীবনযাত্রাকে সহজ ও নিরাপদ করে তুলবে।



banner close
banner close