চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে গণধর্ষণ মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। মঙ্গলবার বিকেলে সীতাকুন্ড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, প্রথম অভিযানে সীতাকুন্ড থানার মামলা নং-২৩ এর এজাহারনামীয় আসামী মাহবুব আলমকে বিকেল চারটা ৩০ মিনিটে সীতাকুন্ড উত্তর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম মৃত বাবুলের ছেলে এবং সীতাকুন্ড উপজেলার জেলে পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।
এর কিছুক্ষণ পর বিকেল ৫টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪নং বালুর টাল এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা থানার মামলায় এজাহারনামীয় পলাতক আসামী কাশেদকে গ্রেপ্তার করে র্যাব। কাশেদ আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








