নওগাঁর নিয়ামতপুর উপজেলার শাহালালাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান নিশান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র হারিয়ে যাওয়ার একদিন পর রাজশাহীর গোদাগাড়ীর আমতলী এলাকা থেকে উদ্ধার হয়েছে।
নিশান ওই গ্রামের আরিকুল ইসলামের ছেলে এবং রাজশাহীর হেফাজ উলুম মাদ্রাসার ছাত্র। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই মাদ্রাসার থেকে নিখোঁজ হয়। এরপর মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার দুশ্চিন্তায় পড়লেও বিষয়টি নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে পোস্ট করলে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয়দের সহযোগিতায় বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলী এলাকা থেকে নিশানকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ছেলের খোঁজ পাওয়ার পর স্বস্তি ফিরে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। নিশানের বাবা আরিকুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, “আমার ছেলে হারানোর পর কোনোভাবে তাকে খুঁজে পাচ্ছিলাম না। পরে একজন এসে প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা বলেন। এরপর তাঁর ফেসবুক পোস্ট দেখেই স্থানীয়রা আমার ছেলেকে খুঁজে পায়। ইলিয়াস ভাইয়ের জন্য মন থেকে দোয়া করছি, তাঁর কারণে আমার ছেলেকে ফিরে পেয়েছি।”
আরও পড়ুন:








