সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৪:৪২

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অটো চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নাচোল থানার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাওয়া, স্বামী মো. আলম এবং তার মেয়ে আয়েশা।

নাচোল থানা পুলিশ জানায়, সোমবার রাতে মরাফেলা গ্রামের বাসিন্দা মো. আলম তার অটো চার্জার বাড়ির আঙিনায় চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে পরিবারের অন্য সদস্যরা দেখতে পান হাওয়া বেগম ও আয়েশা চার্জারে সংযুক্ত অটো রিকশার পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

ঘটনাটি প্রথম দেখতে পান হাওয়ার পুত্রবধূ মোছা. তাজলিমা। তিনি জানান, ফজরের নামাজের আগে বাইরে বের হয়ে শাশুড়ি ও ননদকে অটো চার্জারের পাশে নিথর অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে আসেন।

খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

নাচোল থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জে থাকা অটো রিকশায় বিদ্যুতের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close