রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় হিজাব পরার কারণে কয়েকজন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এ ঘটনাকে ব্যক্তির সাংবিধানিক অধিকার ও স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকের কারণে কাউকে হেনস্তা করা বাংলাদেশের সংবিধান ও ব্যক্তিস্বাধীনতার মূলনীতির পরিপন্থী। তাদের ভাষায়, “হিজাব কোনো অপরাধ নয়, এটি ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।”
শিক্ষার্থীদের অভিযোগ, ভিকারুননিসায় ঘটে যাওয়া এ ঘটনা কেবল মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং দেশের সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতারও সুস্পষ্ট লঙ্ঘন।
তারা বলেন, এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনের সহনশীল পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের কারণে যেন কোনো শিক্ষার্থী বৈষম্য বা হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন:








