কক্সবাজারের টেকনাফে নাফ নদীর জলসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ সংলগ্ন নদী মোহনায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে জার্মান তৈরি দুটি জি-৩ রাইফেল, মিয়ানমার নির্মিত একটি এমএ-১ রাইফেল, এবং একটি এলএম-১৬ রাইফেল। এছাড়া পাওয়া গেছে ৮টি ম্যাগাজিন এবং ৫০৭ রাউন্ড গুলি। অস্ত্র ও গোলাবারুদগুলো বস্তা ও ব্যাগে সংরক্ষিত অবস্থায় ছিল।
এ বিষয়ে বিজিবির এক বিবৃতিতে জানানো হয়, অভিযান চলাকালে অজ্ঞাত সন্ত্রাসীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “অস্ত্রগুলো সীমান্তবর্তী এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক চোরাচালান কিংবা নাশকতার উদ্দেশে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিজিবির কঠোর অবস্থান ছাড়া সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে বিজিবি জানিয়েছে
আরও পড়ুন:








