মাত্র দুই শত টাকা চাওয়াকে কেন্দ্র করে খুলনায় স্বামীর মারধরে স্ত্রী চাঁদনী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। চাঁদনী মহানগরীর বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকার বাসিন্দা। তার একটি শিশু সন্তান রয়েছে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
চাঁদনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ পোষ্টমর্টেম এর জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই হৃদয় জানান, তিনি দুলাভাই মাসুদের কাছে ২শ টাকা ধার চাইলে এ নিয়ে বোন ও দুলাভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাভাই বোন চাঁদনীকে মারধর করেন। এতে চাঁদনী অজ্ঞান হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে প্রথমে বিষয়টি গোপন করার চেষ্টা করা হয়। কমপক্ষে দেড় ঘণ্টা পর চাঁদনীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী মাসুদ এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি।
আরও পড়ুন:








