সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুয়াকাটার সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২২:৩৮

আপডেট: ২৬ আগস্ট, ২০২৫ ২৩:১১

শেয়ার

কুয়াকাটার সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ছবি বাংলা এডিশন; অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের চর ধূলাসার সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ।

নৌ-পুলিশ সূত্র জানায়, মৃত ব্যক্তির পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট। মরদেহটি আংশিক গলিত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগে সমুদ্রে ডুবে যাওয়া কোনো জেলের হতে পারে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর কুয়াকাটা উপকূলে একাধিকবার অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।



banner close
banner close