বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ২১:০২

শেয়ার

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারী আটক
ছবি বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট থানাধীন টাউন নওয়াপাড়া মোড়স্থ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) রবিউল ইসলাম শামিম এবং ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই মেহেদী হাসান মিশন, এসআই শিবলি নোমানি, নারী কনস্টেবলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে নুপুর আক্তারের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি ঢাকার মিরপুর মডেল থানার পশ্চিম আহমেদনগর এলাকার মৃত কাবারেক মিয়ার মেয়ে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ফকিরহাট থানা পুলিশ জানিয়েছে।



banner close
banner close