ছবি সংগৃহীত
ইয়াবার বড় চালান ধরা পড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে কক্সবাজার শহরের ফিশারীঘাট এলাকা থেকে ইয়াবার এই বড় চালানটি ধরা পড়ে র্যাব-১৫ এর অভিযানে।
এসময় উদ্ধার করা হয় চার লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা। সাথে আটক করা হয় ছয় মাদকপাচারকারীকেও। তাছাড়া জব্দ করা হয় এই ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলারও।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








