ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতঘরে ভাংচুর, লুটপাট ও নারীসহ ৪জন কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
২৬ আগষ্ট সকালে পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইয়াছিন চকিদার গংদের সাথে পাশ্ববর্তী ছাদেক মাঝি গংদের সাথে বিরোধ চলছে আসছে। এ বিরোধের জের ধরে ছাদেক মাঝি গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ইয়াছিন চকিদার ও আবুল কাশেমের বসতঘরে হামলা ও লুটপাট চালায় এতে বাঁধা দিতে গিয়ে ইয়াছিন চকিদার, নুরজাহান, আয়েশা, আনোয়ারা হামলার শিকার হয়। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন৷
ইয়াছিন চকিদার জানান, ছাদেক মাঝির ছেলে হাসান, হারুন, রহিজলের ছেলে সালাম, আলামিনসহ সংবদ্ধ একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে। আমরা বাঁধা দিলে আমাদের মারধর করে ঘরে আগুণ দিয়েছে।
ইয়াছিন চকিদার আরো বলেন, আমি আমার জমিতে দুইটি ঘর উত্তোলন করেছি সে ঘর তারা লুটপাট করে নিয়ে গেছে।
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাসায় গেলে তাদের পাওয়া যায়নি তবে অভিযুক্ত হারুনের ছেলে শুভ বলেন, ইয়াছিন চকিদাররা গতকাল আমাদের জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করেছে সে ঘর আজ এখানের লোকজন এসে ভেঙ্গে নিয়ে গেছে। জোরপূর্বক ঘর উত্তোলন করলে আইনি ব্যবস্থা নিবেন কিন্তু ভেঙ্গে নিলেন কেন এর কোন উত্তর দিতে পারেনি শুভ।
এ ঘটনায় সঠিক বিচার দাবী করেছে ভুক্তভোগী গ্রাম পুলিশের পরিবার।
তবে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:








