রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা শুরু, আচরণবিধি ভঙ্গে ব্যবস্থা নেবে কমিশন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৭:৩৭

শেয়ার

ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা শুরু, আচরণবিধি ভঙ্গে ব্যবস্থা নেবে কমিশন
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এইদিন সকাল ১১টায় প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম উদ্বোধন হবে এবং আচরণবিধি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

উল্লেখ্য, অংশগ্রহণকারী সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামীকাল মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সাংগঠনিক পরিচয়ে প্রচার কার্যক্রম চালাতে পারবেন।

প্রচারকাজ চালানোর সময় সামাজিক, আর্থিক, সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এ ছাড়া এই সময়ে প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিশ-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে বা প্রাঙ্গণে প্রচার চালানোর কাজ করা যাবে না; করলে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।



banner close
banner close