চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজা ও ভাগ্নের হামলায় বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—তৈয়ব আলী (৪০) ও তার ছেলে মিরাজ (২০)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে নিহতদের সঙ্গে তাদের আত্মীয় বাবু ও রাজুর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।
ঘটনার দিন সকালে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে পাট শুকাচ্ছিলেন। এ সময় বাবু ও রাজু ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। গুরুতর আহত তৈয়বকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
আলোকদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আল হেলাল বলেন, “শরিকানার জমি নিয়ে মাস কয়েক ধরে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার সালিশে নিষ্পত্তির চেষ্টা হলেও শেষ পর্যন্ত মর্মান্তিক এ ঘটনা ঘটে।”
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাসের আলম বলেন, “পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত বাবু ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আরও পড়ুন:








