সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২২:১৯

শেয়ার

মেহেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু
ছবি বাংলা এডিশন

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে সাপের কামড়ে আতিয়ার রহমান(৫৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ আগষ্ট) রাত ৮:৩০ দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যু বরণ করেন।

এর আগে বিকেলের দিকে শ্যামপুর পাম বাগান এলাকায় তাকে একটি সাপে দংশন করে।

আতিয়ার রহমান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মল্লিকপাড়া এলাকার তারুন শেখ এর ছেলে।

এলাকায় সূত্রে জানা গেছে সোমবার বিকেলের দিকে সদর উপজেলার শ্যামপুর পাম বাগানে একটি বিষধর কুলীম সাপ একটি গর্তে ঢুকলে হাসুয়া দিয়ে কোপ মেরে সাপটিকে ধরার চেষ্টা করে। এই সময় সাপটি তাকে দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



আরও পড়ুন:

banner close
banner close