সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বাবলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২১:৩৩

শেয়ার

কুড়িয়ে পাওয়া স্বর্ণের হার ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বাবলু
ছবি সংগৃহীত

কুড়িয়ে পাওয়া দামি স্বর্ণের হার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার চৌদ্দগ্রামের এক মোবাইল দোকানের মালিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে খুঁজে বের করেন প্রকৃত মালিককে।

জানা গেছে, ১১ আগস্ট নিজ দোকান ‘মোবাইল পয়েন্টে একটি স্বর্ণের হার কুড়িয়ে পান দোকানের মালিক আবদুল্লাহ আল মাসুদ বাবলু। পাশের এক দোকানিকে সাথে নিয়ে স্বর্ণ দোকানে নিয়ে পরীক্ষা করিয়ে দেখেন সেটি ২২ ক্যারেটের আসল স্বর্ণের হার। যার আনুমানিক মূল্য প্রায় দুলাখ টাকা। তারপর কীভাবে সেটি প্রকৃত মালিককে খুঁজে বের করতে স্থানীয় ফেসবুক পেজগুলোতে পোস্ট দেন।

এর ১২ দিন পর ২৩ আগস্ট স্বর্ণের হারটির প্রকৃত মালিক এসে হাজির হন। হারটির ক্রয় রশিদ, ডিজাইন, ওজনসহ যাবতীয় বর্ণনা হুবহু মিলে যাওয়ায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

স্বর্ণের হারটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ার পর আবদুল্লাহ আল মাসুদ বলেন, 'এটা অন্যের হক। অন্যের জিনিস খাওয়ার অধিকার কারো নাই। আল্লাহর ভয়েই এটা ফিরিয়ে দিয়েছি।'



আরও পড়ুন:

banner close
banner close