ছবি সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সওজের জায়গায় অবৈধ নির্মাণাধীন ৫০ ফুট দৈর্ঘ্যের দেয়াল ভেঙে ভূমি উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ওয়াহেদপুর ইউনিয়ন এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলউদ্দিন কাদের।
তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মহাসড়কের পাশের ভূমিতে অবৈধভাবে নির্মানাধীন প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীর ভেঙে অপসারণ করা হয়েছে এবং রাস্তার দুপাশে সড়ক অবৈধ দখল হতে বিরত থেকে আইন মেনে চলার জন্য সচেতন করা হয়েছে।
এসময় সড়ক ও জনপথ বিভাগের এসআই সাজ্জাদ হোসেন ও মিরসরাই থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ সহায়তা করেন।
আরও পড়ুন:








