মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভৈরবে ডোবা থেকে কাতার প্রবাসী মানিক মিয়ার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৯:২২

শেয়ার

ভৈরবে ডোবা থেকে কাতার প্রবাসী মানিক মিয়ার মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

সোমবার দুপুর ১২টায় পৌর শহরের দড়ি চন্ডিবের এলাকার দক্ষিণপাড়ার একটি বিলের পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়।।

নিহত মানিক মিয়া (৪০) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামের কাদির মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায় ভৈরব পৌর শহরের দড়ি চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনে বিলের পানিতে মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।

এ বিষয়ে নিহতের শ্যালক আয়তুল খাঁ মুঠোফোনে বলেন, 'আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। ১০ বছর পূর্বে আমার বোন স্বর্ণার সাথে পারিবারিকভাবে মানিক মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ২ মেয়ে রয়েছে। ৪ দিন আগে আমার বোন অষ্টগ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। আমি কাজের সুবাধে সিলেটে রয়েছি। পুলিশের মাধ্যমে জানতে পেরেছি বোনজামাইর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি পরিবারকে জানিয়েছি, তারাও থানায় যাচ্ছে। আমিও সিলেট থেকে ভৈরব আসছি।।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, 'দড়ি চন্ডিবের এলাকার শামসু মিয়ার বাড়ির পিছনে বিলের পানি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনাটির মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছেন।



banner close
banner close