চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভেসে উঠেছে। সোমবার দুপুরে চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিজিবিকে খবর দেন। পরবর্তীতে সীমান্ত রক্ষী বাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলটি সীমান্ত পিলার ১৩/২-এস থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। তবে মরদেহটির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটির মৃত্যু কয়েকদিন আগে হয়েছে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে হঠাৎ নদীতে মরদেহ ভেসে ওঠায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








