বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মেহেরপুরে অসুস্থ গরু জবাই এবং মাংস বিক্রির চেষ্টা; ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৭:২৪

শেয়ার

মেহেরপুরে অসুস্থ গরু জবাই এবং মাংস বিক্রির চেষ্টা; ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
ছবি বাংলা এডিশন

মেহেরপুরের গাংনীতে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় আশরাফ নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুত্তালেব আলী, ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, আশরাফ ভোরে একটি অসুস্থ ও মৃতপ্রায় গরু কিনে গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামে নিজ গোয়াল ঘরে নিয়ে আসেন। পৌরসভার কর্মচারী মিলনের নির্দেশে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালান তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জবাইকৃত মাংস জব্দ করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে আশরাফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জবাইকৃত মাংস কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।



banner close
banner close