বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ফেনীর পরশুরামে রহস্যজনক ঝুলন্ত লাশ, আতঙ্কে স্থানীয়রা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৭:০৩

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ১৭:০৪

শেয়ার

ফেনীর পরশুরামে রহস্যজনক ঝুলন্ত লাশ, আতঙ্কে স্থানীয়রা
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর এলাকার বাউরপাথর গ্রামে এ ঘটনা ঘটে। এমরান ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘর থেকে মরদেহ উদ্ধার করে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে পরিত্যক্ত ওই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

জানা গেছে, প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ছিলেন এমরান। ২০২১ সালে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে হয়েছে



banner close
banner close