হবিগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের চৌকস আভিযানিক দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব জানায়, ২৪ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সুরুতা গ্রামের বাসিন্দা মৃত আবু শামার ছেলে শাহাবউদ্দিন এবং গোয়ালনগর গ্রামের বাসিন্দা মৃত মিশু মিয়ার ছেলে মোসা মিয়া।
র্যাব সূত্রে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








