বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১৩:৩২

শেয়ার

হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুলে আব্দুল আলিমকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রদ্রোহ ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে আদেশ দেন। পলকের মামলা কাফরুল থানার এসআই মো. শাহ আলমের পক্ষ থেকে করা হয়। আর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করেন পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।

পলকের মামলায় বলা হয়েছে, ১৯ জুলাই কাফরুলের আরমান মেইনার গেটের সামনে আব্দুল আলিম গুলিবিদ্ধ হন। তার চোখে গুলি লাগে। দীর্ঘ চিকিৎসার পর এপ্রিল তিনি মামলা দায়ের করেন।

জাহাঙ্গীর আলমের মামলায় অভিযোগ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন না করে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট প্রক্রিয়া চালু করেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন প্রধান নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি অন্যান্য কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ওই নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম-খুন ভয়ভীতি দেখিয়ে ভোট প্রক্রিয়া প্রভাবিত করা হয়। সংবিধান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা হয়নি।



banner close
banner close