বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১১:৫৪

শেয়ার

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ নিহত, আহত-২
ছবি: বাংলা এডিশন

খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন এবং স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে।



banner close
banner close