বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ফেনীতে ইসকন বিতর্কে উত্তেজনা, শিক্ষকের পদত্যাগের দাবি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ১১:১৭

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ১২:০৩

শেয়ার

ফেনীতে ইসকন বিতর্কে উত্তেজনা, শিক্ষকের পদত্যাগের দাবি
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আলোচিত উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের বিতর্ক এবার ছড়িয়ে পড়েছে ফেনীতেও। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে সরিষাদি বালিকা বিদ্যানিকেতনে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ সম্প্রতি ইসকনের মিছিলে নেতৃত্ব দেন। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে থাকে একের পর এক অভিযোগ।

একজন সাবেক ছাত্রী লিখেছেন, তিনি বোরকা পরে স্কুলে আসায় শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ তাকে ‘জঙ্গি ও ডাকাত’ বলে অপমান করেন। এমনকি তার পা না ছোঁয়ায় শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অভিভাবকদের অভিযোগ, মুসলিম ছাত্রীদের পর্দা করে আসার বিষয়টি নিয়েও তিনি অপমানজনক মন্তব্য করতেন। এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

অভিযোগ রয়েছে, উপজেলা চেয়ারম্যান বাবু সুষেন সেনের প্রভাবে পরীক্ষাবিহীনভাবে নিয়োগ পান ওই শিক্ষক। অভিযোগ প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে তার পদত্যাগ দাবি জানায়।

গত বৃহস্পতিবার শিক্ষা সমিতির সভাপতি শামসুল হক ও ইউনিয়ন শিক্ষা কর্মকর্তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৃণাল কান্তি দেবনাথকে স্কুলে প্রবেশ করানোর চেষ্টা করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বাধা দিলে শিক্ষক ফারুক এলাকাবাসীর ওপর হাত তোলেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সরিষাদি দারুল উলুম মাদ্রাসার মোহতামিম পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, একটি মহল তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে মাদ্রাসার নাম জড়িয়ে দোষারোপ করছে।

বিতর্কিত কর্মকাণ্ড, অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে সরিষাদি বালিকা বিদ্যানিকেতনে। স্থানীয়দের দাবি, শিক্ষক মৃণাল কান্তি দেবনাথের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।



banner close
banner close