শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সীমানা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ০৯:৪৬

আপডেট: ২৫ আগস্ট, ২০২৫ ০৯:৪৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সীমানা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকদের মহাসড়ক অবরোধ।

নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) শুনানিতে সৃষ্ট হট্টগোলের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক কর্মসূচি পালন করেছে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার সমর্থকরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার সমর্থকরা। তারা অভিযোগ করেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ রুমিন ফারহানার ওপর হামলা চালিয়েছেন। সময় মহাসড়কের শাহবাজপুর প্রথমগেইট এলাকায় টায়ার জ্বালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অন্যদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ইসিতে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন রুমিন ফারহানা তার সহযোগীরা। বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্রের নামে সন্ত্রাসী আচরণ করছে এবং নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করেছে।

বক্তারা আরও বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা জনস্বার্থের দাবি। নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবে এই উপজেলার তিনটি ইউনিয়নবুধন্তী, চান্দুরা হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া- (সদর-বিজয়নগর) থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া- (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। রুমিন ফারহানা প্রস্তাবের পক্ষে মত দেন, আর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এর বিপক্ষে অবস্থান নেন। নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এনসিপি নেতারা অভিযোগ করেন, বিএনপি নির্বাচন কমিশন যৌথভাবে নব্য ফ্যাসিস্টদের ক্ষমতায় বসানোর পাঁয়তারা করছে। তারা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য সংস্কার, বিচার নিশ্চিতকরণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। অন্যথায় জনগণ নির্বাচনে অংশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।



banner close
banner close