শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

হাতীবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ২১:৪৪

শেয়ার

হাতীবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই জনের।

রোববার বিকালে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের বাড়ি পার্শ্ববতী নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়।

হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাকঘর পাড়া এলাকার আরব আলীর পুত্র ফাইম হোসেন ও সৈয়দপুর উপজেলার খাদা মধুপুর পীর পুকুর এলাকার দুলাল হোসেনের পুত্র সবুজ আলীসহ তিন জন মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে আসেন। ফেরার পথে মোকাদ্দেস নগর এলাকায় দুই মোটর সাইকেলের ধাক্কায় পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে সবুজ ও ফাইম মারা যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close