যশোরে আন্তঃজেলা ট্রাক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
গতকাল রাত আটটার দিকে (২৩শে আগস্ট) যশোর জেলার বাঘারপাড়ার খাজুরা তেলিধান্যপুড়া মেসার্স খাজুরা এনআর এল.পি.জি অটো গ্যাস স্টেশনের পূর্ব পাশে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা আসামী পার্থ কুমার দা-কে গ্রেপ্তার করেন। পরে তার দেয়া তথ্য মতে চোরাইকৃত ট্রাক উদ্ধার করে জব্দ করেন । চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে আরো দু'জনকে গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের সদস্যরা।
রোববার রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে যশোরের পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন,যশোর শহরের বকচর পূজা মন্ডপ এলাকার মৃত সুভাষচন্দ্র দে এর ছেলে পার্থ কুমার দা (৪৪) দে, যশোর জেলার মনিরামপুর উপজেলার জালালপুর পশ্চিম পাড়া এলাকার মোঃ নুর আলী বিশ্বাসের ছেলে আব্দুস সালাম ওরফে শামীম (৪২) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মোহনপুর পোস্ট অফিস পাড়া এলাকার মনতাজ সরদারের ছেলে মো: আলম (৪০)। এ সময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের হেফাজত থেকে একটি ৬ চাকা বিশিষ্ট একটি নীল হলুদ রংয়ের TATA 1613 মডেলের CARGO TRUCK । যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-০৭৮৮। যারা আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ টাকা। চালকদের ও সহকারী চালকদের অচেতন করার জন্য তাদের কাছ থেকে চেতনা নাশক সামগ্রী-একমি কোম্পানীর Leptic 2 (Clonazepam usp 2 mg) Mfg Lic no-250111 এর ৫টি পাঁতা ট্যাবলেটসহ সর্বমোট ৫০ পিচ ট্যাবলেট ও চোরাই বালু বিক্রয়ের ১২ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেছেন। রোববার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








