শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণসমাবেশ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণসমাবেশ
ছবি: বাংলা এডিশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে গণসমাবেশ ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এসময় তারা শ্লোগান দেন “ছাত্র সংসদ আমার অধিকার, দিতে হবে দিতে হবে, “We want Nucsu”, “অবিলম্বে ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করতে হবে, গণতন্ত্রের প্রথম ধারা, ছাত্র সংসদ সবার সাড়া ইত্যাদি।

গণসমাবেশে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতী বেগম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের নয় দফা দাবির একটি ছিল ছাত্র সংসদ নির্বাচন। ফ্যাসিবাদের সময়ে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির কারণে শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছিল। মানহীন হলের খাবার, লাইব্রেরিতে বই সংকট, চিকিৎসা সেবায় অব্যবস্থা, গবেষণার অনুন্নত পরিবেশএসব সমস্যার সমাধানের জন্য ছাত্র সংসদ অত্যন্ত জরুরি।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার। জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। এখন কেউ যদি এর বিরোধিতা করে, তবে আমরা তাকে আন্দোলনবিরোধী শক্তি হিসেবেই দেখব। প্রশাসন অবিলম্বে রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস বলেন, “যেভাবে শেখ হাসিনা নির্বাচন ছাড়া স্বৈরাচার হয়ে উঠেছিল, ঠিক তেমনি ছাত্র সংসদ না হলে বর্তমান সংগঠনগুলোও স্বৈরাচার হয়ে উঠবে। তারা সিট বাণিজ্যে লিপ্ত হবে। আমরা চাই নজরুলের বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য আশ্বাস দিয়ে বলেন, আগামী মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হবে এবং ইউজিসির সঙ্গে কথা বলে আসন্ন রবিবারের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।



banner close
banner close