শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কুমিল্লায় বাবা ও ছেলে গাঁজাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:২৩

আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ ১৮:২৪

শেয়ার

কুমিল্লায় বাবা ও ছেলে গাঁজাসহ গ্রেপ্তার
ছবি সংগৃহীত

কুমিল্লার তিতাসে তিন কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড় গাজীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

আটকরা হলেন, ওই গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মুর্শিদ (৬০) এবং তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, ‘গ্রেপ্তার বাবা-ছেলে পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে। রোববার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close