চুয়াডাঙ্গায় অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের সময় রোগীর পায়ুপথের গুরুত্বপূর্ণ নালি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর পরিবার ক্লিনিক মালিক, ম্যানেজার ও দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। বর্তমানে ভুক্তভোগী রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আলমডাঙ্গার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে গত ১২ জুন চুয়াডাঙ্গা শহরের দেশ ক্লিনিকে অপারেশন করা হয়। অপারেশনের পর তার শারীরিক অবস্থা অবনতি হলে প্রথমে তাকে আবারো একই ক্লিনিকে ভর্তি করা হয়, পরে পরিবারের বাধা উপেক্ষা করে ৪ আগস্ট ঢাকায় নেয়া হয়। ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকরা জানান, অপারেশনের সময় পায়ুপথের নালি কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে মিনারুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মিনারুলের বাবা নজরুল ইসলাম গত ২১ আগস্ট চুয়াডাঙ্গা আমলী আদালতে ক্লিনিকের পরিচালক হাসিবুল হক শান্ত, ম্যানেজার ইয়াকুব আলী, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান এবং সার্জন ডা. এহসানুল হক তন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, অপারেশনের ভুল ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ প্রথমে এক লাখ এবং পরে দুই লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেয়, যা রোগীর পরিবার প্রত্যাখ্যান করে।
তবে অভিযুক্ত ক্লিনিক পরিচালক দাবি করেছেন, রোগীকে যথাযথ চিকিৎসা দেওয় হয়েছে, ভুল অপারেশনের অভিযোগ ভিত্তিহীন।
আরও পড়ুন:








