সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো. কুনু, ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ ছাড়া রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছরের কারাদণ্ড এবং পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান।
মামলার নথি থেকে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ওসমান গণির পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সাব্বিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৩ বছর শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করলো।
আরও পড়ুন:








