শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাভারে ডিবি পরিচয়ে বাড়িতে ডাকাতি

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫ ১৩:১২

শেয়ার

সাভারে ডিবি পরিচয়ে বাড়িতে ডাকাতি
ছবি: বাংলা এডিশন

সাভারের আলমনগরে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ একটি ডাকাত দল এক বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে। শনিবার রাতে সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, রাতের নিরবতা ভেঙে ১০-১২ জনের একটি দল নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে বাড়ির তৃতীয় তলায় প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে নিয়ে যায় প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জিম্মিদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ডাকাতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতিও চলছে।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশের ছদ্মবেশে এ ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবিও জানিয়েছেন তারা।



banner close
banner close