নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের ভ্যানচালক মোজাম্মেল হক ও একই গ্রামের আকতার হোসেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাস খেজুরতলা এলাকায় ভ্যানটিকে চাপা দিলে মোজাম্মেল ও আকতার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জান্নাত পরিবহনের বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি) মাহবুব হোসেন জানিয়েছেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








