শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

বাগেরহাটে মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ২২:৪৫

শেয়ার

বাগেরহাটে মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে মৎস্য ঘের থেকে নয়ন খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আলম খানের ছেলে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নয়ন খান ঘেরে সবজি কাটতে গিয়ে পানিতে পড়ে মারা যান বলে ধারণা করছে স্থানীয়রা। পরে এলাকাবাসী তাকে পানির ভেতরে পড়ে থাকতে দেখে ফকিরহাট মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, নয়ন খান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



banner close
banner close