যশোর ও খুলনা জেলার ৫৫টি গ্রামের প্রায় ১২ লাখ মানুষ দীর্ঘ ৪২ বছর ধরে জলাবদ্ধতা ও লবণাক্ততার ফলে চরম ভোগান্তিতে রয়েছেন। এতে ১ লাখ ২৮ হাজার হেক্টর ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভবদহ সুইচ গেট ১৯৬০-এর দশকে নির্মিত হলেও ১৯৮২ সালে প্রথমবার এর পলিমাটি জমে পানি নিষ্কাশন ব্যাহত হয় এবং জলাবদ্ধতার সূত্রপাত ঘটে। এরপর থেকে বিভিন্ন সরকার ও সংস্থার নামে মাত্র উদ্যোগ চললেও বাস্তব উন্নতি হয়নি। বরং এই সংকটকে ঘিরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঠিকাদারদের দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকদের দাবি, এক সময় অঞ্চলটি ছিলো উর্বর ফসলভূমি। এখন সেখানে জলাবদ্ধতা ও মাছের ঘেরে পরিবর্তিত ভূমির কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সামাজিক অবকাঠামোও ভেঙে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভবদহ অঞ্চলের ৫টি নদী পুনঃখননের জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং কাজটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে হবে। তবে ভুক্তভোগীরা বলছেন, আগের মতো যেনো নতুন প্রকল্পও দুর্নীতির ফাঁদে না পড়ে।
স্থানীয় সংগ্রাম কমিটির নেতারা দাবি করছেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও স্বচ্ছ বাস্তবায়ন ছাড়া উন্নয়নের আশা অমূলক।
আরও পড়ুন:








