ছবি: বাংলা এডিশন
নড়াইল জেলা কারাগারে চিকিৎসার অবহেলায় হুমায়ুন শেখ নামে এক বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাউন্সিলর ও হত্যা মামলার আসামি ছিলেন। পরিবার ও কারাবন্দিরা অভিযোগ করেছেন, ফার্মাসিস্ট ইমরান হোসেন সময়মতো চিকিৎসা দেননি এবং হাসপাতালে পাঠাতে গড়িমসি করেছেন।
জেল কর্তৃপক্ষ দাবি করেছে, তাকে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছিলো। মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








