ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেছেন, ‘সদস্য নবায়নের ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসররা যেন দলে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
শনিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে প্রকৃত নেতাকর্মীদের অগ্রাধিকার দিতে হবে। যারা দলের আদর্শে অটল এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয়, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবেন।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক। তিনি বলেন, ‘এই কর্মসূচি শুধু সদস্য সংগ্রহ নয়, বরং তৃণমূল পর্যায়ে বিএনপিকে নতুনভাবে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই কর্মসূচিকে ঘিরে মহেশপুরসহ পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত গিয়ে সদস্য সংগ্রহ করবেন এবং বিশেষভাবে যুব ও ছাত্রসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেবেন।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সূচনা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় নবায়নের পাশাপাশি অন্তত ৪০ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। সীমান্তবর্তী ও রাজনৈতিকভাবে সচেতন ঝিনাইদহ জেলায় এই কর্মসূচি তৃণমূল রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন:








