শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভেজাল দুধকাণ্ডে কৃষকদল নেতা আব্দুল মমিন সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৫:৪২

শেয়ার

ভেজাল দুধকাণ্ডে কৃষকদল নেতা আব্দুল মমিন সাময়িক বহিষ্কার
আব্দুল মমিন সাময়িক বহিষ্কার

পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরি বাজারজাতকরণের অভিযোগে কৃষকদল নেতা আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে আদেশ জারি হয়।

আব্দুল মমিন বিলচলন ইউনিয়নের আজিজুল প্রামানিকের ছেলে এবং ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের কথা উল্লেখ থাকলেও ভেজাল দুধ তৈরি ব্যবসার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন তেল রাসায়নিক মিশিয়ে ভেজাল দুধ তৈরি করছিলেন আব্দুল মমিন। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই কারখানা থেকে ৭০০ লিটার ভেজাল দুধ সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে মমিন পালিয়ে যান।

পরে বুধবার নটাবাড়িয়া বাজারে তার অবৈধ চিলিং সেন্টারে অভিযান চালানো হলে বৈধ কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই শুক্রবার রাতে কৃষকদল থেকে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস বলেন, “আব্দুল মমিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলে শৃঙ্খলাভঙ্গকারীর কোনো জায়গা নেই। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে।



banner close
banner close