শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ঝিনাইদহে উদীচীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক বদিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১৫:২১

শেয়ার

ঝিনাইদহে উদীচীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক বদিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এর শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট শনিবার ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুলরে সঞ্চালনে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সম্পাদকমন্ডলীর সদস্য শেখ আনিচুর রহমান, উদীচীর সাবেক সহ সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় সংসদের সদস্য দয়াল দত্ত।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাবিবি জহির, মাগুরা জেলা সভাপতি মিহির মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, মাগুরা জেলা সভাপতি মিহির মজুমদার, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচী, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক সাহিদুল এনাম পল্লব, উদীচী খুলনা জেলা সংসদের সদস্য আব্দুল হালিম প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা, অধ্যাপক বদিউর রহমানের লড়াই সংগ্রামের প্রসিদ্ধ জীবনাদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় হাসি-গানে মুখরিত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় উদীচী তার রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত ৭২-এর সংবিধানের মূলনীতি পরিবর্তনের ষড়যন্ত্র, চট্টগ্রামে করিডর ও বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দিতে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান সংঘটনে পূর্বের ন্যায় উদীচী রাজপথে দেশবাসীর সাথে লড়াইয়ে একাত্ম থাকবে।



banner close
banner close