রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে দোলনচাঁপা এক্সপ্রেস ও পদ্মরাগ কমিউটার ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৩ মিনিটে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন অফিস সূত্রে জানা যায়, ওই সময়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি হোম সিগন্যাল অতিক্রম করে ২ নম্বর লাইনে প্রবেশ করতে থাকে। একই সময় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে চলে যায়।
তবে পদ্মরাগ ট্রেনের লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে দ্রুত ট্রেনটি পুশব্যাক করে ১ নম্বর লাইনে সরিয়ে নেন। এতে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে হঠাৎ এ পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, কন্ট্রোল রুমের নির্দেশনা অনুযায়ী দোলনচাঁপা এক্সপ্রেসকে ২ নম্বর লাইনে প্রবেশের প্রোপার সিগন্যাল দেয়া হয়েছিল। কিন্তু পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল অমান্য করায় এ ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন:








