শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১২:১৪

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১৩:০৫

শেয়ার

সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটগ্রহণের কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে ধরনের নির্বাচন আয়োজনের সুযোগ নেই। নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা থাকলেও নির্বাচন কমিশনের এখতিয়ার এর বাইরে। তবে ভবিষ্যতে আইন বা সংবিধান সংশোধন হলে পদ্ধতিতে নির্বাচন সম্ভব হবে বলে তিনি জানান।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরএপিএসসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তবে এখনো বিষয়ে কোনো রায় হয়নি, বিচার প্রক্রিয়াও শেষ হয়নি। আদালতের রায় পাওয়া গেলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই কমিশন নির্বাচন প্রস্তুতি জোরদার করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই, নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচনী সীমানার খসড়াও প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

ভোটের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যারা কেন্দ্র দখল করে অনিয়ম করেছে, এবার তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। কোনো কেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। অস্ত্রের মাধ্যমে জয়লাভের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অধীনস্থ প্রায় হাজার ৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব বণ্টন করা হচ্ছে। পূর্বের নির্বাচনে অনিয়মে জড়িতদের রাখা হবে না।

সিইসি স্পষ্ট করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ সৃষ্টি করেনি। যদি কখনো এমন চাপ আসে, তবে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।



banner close
banner close