শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের নয়জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫ ১১:০০

আপডেট: ২৩ আগস্ট, ২০২৫ ১১:১২

শেয়ার

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের নয়জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের ৯ সদস্য দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে হিরাজিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

দগ্ধ ব্যক্তিরা হলেন- দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও দুই সন্তান তৃষা আক্তার এবং আরাফাত; দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের তিন সন্তান ইমাম উদ্দিন, জান্নাত এবং মুনতাহা।

দগ্ধরা বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সবচেয়ে বেশি পুড়েছে শিশুকন্যা তৃষার শরীর ৫৩ শতাংশ। অন্যদের কারো শরীরে ৩০ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত পোড়ার ক্ষত রয়েছে।

ঘটনার শিকার তানজিল ইসলাম ও হাসান নামের দুই দিনমজুর একটি সেমিপাকা ভাড়াবাড়িতে তাদের পরিবার নিয়ে থাকতেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গ্যাস বিস্ফোরণ প্রতিরোধে ভবনে নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

দগ্ধদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



banner close
banner close