শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ২১:৩০

শেয়ার

জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত আনুমানিক ১২ টার দিকে উপজেলার আন্দুলবাড়ীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোক্তার হোসেন একই এলাকার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, শফিকুল ইসলাম মোক্তার জীবননগর থানার নাশকতা মামলার এজহার নামীয় ১১৩ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোক্তার।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করি। এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



banner close
banner close