শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ১৩:০১

শেয়ার

গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় একজন নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন শ্রমিক।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী সড়কের টেপিরবাড়ী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই এক নারী শ্রমিক মারা যান এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত লেগুনাটি থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



banner close
banner close