শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সিলেটে পাথর লুটে রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশ: দুদক রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৫ ০৯:২৮

শেয়ার

সিলেটে পাথর লুটে রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশ: দুদক রিপোর্ট
ছবি: সংগৃহীত

সিলেটে সাদাপাথর লুটে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি’র শীর্ষ নেতারা ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪ কোটি ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। এতে ডিসি, এসপি, ইউএনও, ওসি, ডিবি কর্মকর্তারা প্রতি ট্রাকে ১০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন বলে জানা যায়।

বিভাগীয় কমিশনার, সাবেক ডিসি এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, জামায়াত ইসলামি অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের নেতাদের জড়িয়ে দুদক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।



banner close
banner close