শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

কলেজ ছাএ হত্যায় ওসি - এসআইসহ ১৫ জনের নামে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ২০:২৩

শেয়ার

কলেজ ছাএ হত্যায় ওসি - এসআইসহ ১৫ জনের নামে মামলা
ছবি সংগৃহীত

গাইবান্ধার সাঘাটার কলেজ ছাত্র সিজু মিয়া হত্যার ঘটনায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তানহ (ওসি) ১৫ জনের নামে মামলা হযেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলাটি করেন নিহত সিজুর মা রিক্তা বেগম। গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালতের বিচার পাপড়ি বড়ুয়ার অভিযোগ আমলে নিয়ে সিআইডি কে তদন্তের নির্দেশ দেন। আগামী ৬০ দিবসের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। মামলার ১৫ জনের নাম উল্লেখ সহ চার থেকে পাঁচজনকে অব্যাহত করে আসামী করা হয়। না আমিও আসামিরা হলেন, সাঘাটা থানার ওসি বাদশা আরম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জ্বল এএসআই ( ডেইটি অফিসার) লিটন মিয়া, অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। কলেজ ছাত্র সিজু মিযাকে পরিকল্পিতভাবে থানায় ডেকে নিয়ে আসামিরা হত্যা করেন। পরে তা বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। গাইবান্ধা আদালতের পুলিশের উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, আদালত অভিযোগ পত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে শুনেছি।তবে আদেশের কাগজটি এখনো হাতে পায়নি।



banner close
banner close