শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ভবন ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ১৭:০০

শেয়ার

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ভবন ভাঙচুর
ছবি: বাংলা এডিশন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া এলাকায় পরিচালিত হয়েছে অভিযান।

আজ সকাল ১১ টায় সাহেবপাড়া মিতালী মার্কেটে শুরু হওয়া এ অভিযানে নকশা বেত্যয় করে নির্মিত বেশ কয়েকটি বহুতল ভবন আংশিক ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভবনগুলোর বৈদ্যুতিক ৫ টি মিটার জব্দ করা হয়।

জোন ৮/৩ এর মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড ইমারত পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজউকের অনুমোদিত নকশা ব্যতীত কোনো ভবন নির্মাণ করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রাজউকের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে তাদের অভিযোগ—নিয়মিত তদারকি না থাকলে একই ধরনের অনিয়ম আবারও ঘটতে পারে।



banner close
banner close